by ASF | Mar 2, 2023 | Latest News & Events
সুমিকে সহায়তায় এএসএফ
সিলেট জেলার মেয়ে সুমি আক্তার রিয়া। ছোট বেলায় ভাই এবং তাকে রেখে বাবা অন্যত্র বিয়ে করে পাড়ি জমায়। সুমি যখন একটু বড় হলো,তখন সে সিলেট শহরের একটি পার্লারে কাজ শুরু করে । পার্লারে কাজ করতে গিয়ে তার মনের মধ্যে একটি সুপ্ত বাসনা নাড়া দেয়-সে একদিন মডেল হবে এবং মিডিয়ায় কাজ করবে। কিন্তু তার আশা- আকাঙ্খা এক নিমিষেই ধুলিসাৎ হয়ে গেলো দুর্বৃত্তের ছোঁড়া এসিডে। ২০১৪ সালের নভেম্বর মাসে এসিড আক্রান্তের শিকার হয় সুমি। প্রথমে শেখ হাসিনা বার্ণ এ্যান্ড প্লাস্টিক সার্জারী ইন্সটিটিউটে এ চিকিৎসাধীন ছিলেন। তারপর থেকে এসিড সারভাইভরস ফাউন্ডেশন তার চিকিৎসা বহন করে আসছে। এসিডে সুমির মুখ,চোখ এবং হাত ক্ষতিগ্রস্থ হয়। দুটি চোখই অন্ধ। চোখের উন্নত চিকিৎসার জন্য এএসএফ তাকে ভারতের চেন্নাইয়েও পাঠায়। বর্তমানে একটি মেয়ে সন্তানসহ মানবেতর জীবন-যাপন করছিলো। সুমি যেহেতু দুই চোখেই দেখতে পায় না,তাই তার জন্য পুনর্বাসন পরিকল্পনা করাও খুব মুশকিল ছিলো। অবশেষে সুমির চাওয়া অনুযায়ী এএসএফ থেকে তাকে একটি অটো রিক্সা দেওয়ার পরিকল্পনা করে । অটো রিক্সাটি তার মামা চালাবেন এবং সুমিকে প্রতিদিন আয়ের একটি অংশ প্রদান করবেন। অটোটি পেয়ে সুমি খুব খুশি। এতে সুমি প্রতিদিনের খরচ ও মেয়েটির পড়াশুনা বাবদ যা খরচ হবে তা বহন করতে পারবে। সুমি বলেন,“আমি এএসএফ এর কাছে কৃতজ্ঞ,কারণ এএসএফ আমাকে নিয়ে যতটুকু ভেবেছে আমার আত্মীয়-স্বজনও আমার জন্য এতটুকু ভাবেনি।
সুমিকে এই ধরণের সহযোগিতা করতে পেরে এএসএফও একটু স্বস্থির নিঃশ্বাস ফেলেছে। এএসএফ-এর প্রত্যাশা সুমিরা যেন ভালো থাকে,আত্ননির্ভরশীল হয়ে সমাজে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে ।
Donate Us:
https://acidsurvivors.org/donation-channel/
by ASF | Feb 15, 2023 | Latest News & Events
A Memorandum of Understanding (MoU) signing ceremony held on the 14th of February 2023 between ASF and Light House for a partnership to implement a project, entitled “Strengthening Acid Survivors Network” to eliminate acid and other forms of gender-based violence in Bogura. Mr. Sarder Jahangir Hossain, Executive Director of ASF and Mr. Harun-Or-Rashid, Chief Executive of Light house signed the MOU in the ASF Premises with the presence of ASF’s management team. The project is funded by the Australian Government.
by ASF | Feb 7, 2023 | Latest News & Events
A Workshop on ASF Strategic Development was held on 4th February 2023. Group work took place to discuss critical issues and solutions from the stakeholders- Acid Survivors, ASF Program & Support Team, ASF Leadership-Executive Director, and ASF Board Trustee and Advisers.
by ASF | Feb 7, 2023 | Latest News & Events
0n 31st January 2023, the Acid Survivors Foundation (ASF) arranged the 15th Legal Advisory Group (LAG) meeting with their Legal Aid partners at the premises of ASF’s office. The purpose was to case follow-up and commitment on how to ensure legal services for the survivors. Mr. Sarder Jahangir Hossain, The Executive Director of ASF, chaired the meeting which was anchored by Ms. Tahmina Islam, Coordinator-Case and Partnership Management of ASF, Ms. Sabrin Mahamuda, Jr. Legal Officer- ASF, who discussed acid attack statistics and cases, and Tabassum Chowdhury, Medical Officer- ASF also joined the meeting.
The participants from different organizations were; Nighat Seema (Deputy Director-Legal and Protection, Bangladesh National Women Lawyers Association), Adv. Shahanaz Akter (Assistant Project Manger-Naripokkho), Joyshri Sarker (Programme Manager, BRAC), Ananya Chakraborty (Project Coordinator-Bangladesh Legal Aid Services and Trust).
The meeting was very participatory and a number of decisions were taken in the meeting.
by ASF | Dec 5, 2022 | Latest News & Events
The American International School Dhaka (AISD) organized the Annual South Asian Club (SAC) Festival held on 2nd December 2022 in Baridhara, Dhaka, Bangladesh. Around 600 guests (mostly foreigners) including students, teachers, and delegates from the Embassies joined the event. As invited, ASF participated in the event in order to building awareness and fundraising. ASF exchanged with the guests and sold the souvenirs and snacks prepared by survivors, as a part of the ASF rehabilitation initiative. It was an interesting experience of ASF. Thanks to the organizers of AISD.
by ASF | Oct 10, 2022 | Latest News & Events
National Girl Child Day celebration 2022
Childs are the light of a nation!
To celebrate National Girl Child Day, 2022, National Girl Child Advocacy Forum (NGCAF) organized a program on October 04, 2022 at Bangladesh Shishu Academy. A team from the Acid Survivors Foundation participated in that program.