Alliance Finance Ltd. visited ASF

Alliance Finance Ltd. visited ASF

On 31 January, 2024, a top management team from Alliance Finance Ltd. visited ASF to stand in solidarity with acid survivors. They met with patient survivors and heard their journey. The Chief Executive Officer Mr. Kanti Kumar Saha handed over a charitable cheque on behalf of Alliance Finance Ltd. to Mr. Sarder Jahangir Hossain, Executive Director of ASF. The ceremony was attended by Navila Hasan, Assistant Manager-Brand, Communication & Corporate Affairs from Alliance Finance and Tahmina Islam, Coordinator-Case Management & Partnership along with other team members from ASF.

 

We Mourn: Mehruba Mukti

We Mourn: Mehruba Mukti

শোকবার্তা

মেহেরুবা মুক্তি একজন এসিড সারভাইভার। তার গ্রামের বাড়ি বগুড়া। তিনি ০৭ মে ২০০১ সাল থেকে ৩১ জুলাই ২০১১ সাল পর্যন্ত এএসএফ-এ পিয়ার কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২২ সাল থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ১১/০১/২০২৪ তারিখ পর্তুগালে পরিবারসহ অবস্থানকালে ইন্তেকাল করেছেন “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”। মুক্তির এই অকাল মৃত্যুতে এএসএফ পরিবার গভীরভাবে মর্মাহত ও শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি এএসএফ গভীর সমবেদনা প্রকাশ করছে।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এসিড সারভাইভারস ফাউন্ডেশন-এর আলোচনা সভা

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে এসিড সারভাইভারস ফাউন্ডেশন-এর আলোচনা সভা

নারী নির্যাতনের বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচীর অংশ হিসেবে এসিড সারভাইভারস ফাউন্ডেশন এই প্রতিপাদ্যে: “সহিংসতা নির্মূলে বিনিয়োগ করিঃ নারীর উপর সহিংসতা প্রতিরোধ করি” ১২ই ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন, ডাক্তার জুলিয়া আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, জনাব শাহীন আনাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবরিন মাহমুদা ও অ্যাডভোকেট কামরুন নাহার।

গত ৪ বছরে এএসএফ কিভাবে বিনিয়োগ করেছে, বর্তমান সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রগুলো এএসএফ-এর নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেন-এর নেতৃত্বে মিজ তাহমিনা ইসলাম, ডাক্তার ফারজানা বেগম, মুক্তা জাহান বানু, সাবরিন মাহামুদা ও মোঃ সাইফুল ইসলাম উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, অ্যাডভোকেট জনাব সেলিনা আহমেদ, আইন ও সালিস কেন্দ্র; শফিকুল আলম করণ, ট্রাস্টি বোর্ড সদস্য; হারুন-অর-রশিদ, নির্বাহী পরিচালন, লাইট হাউজ; সানজিদা আক্তার; নাসিমুন আরা হক, ট্রাস্টি বোর্ড সদস্য; মোঃ রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিআরডিএস; নুসরাত জাহান সুইটি, সারভাইভর প্রতিনিধি; রাইসা ইসলাম, সারভাইভারের সন্তান; মোঃ হাসানুজ্জামান, সারভাইভর প্রতিনিধি এবং জাকির হোসেন, নির্বাহী পরিচালক, আরডিও, নাটোর। এছাড়াও কয়েকজন সারভাইভার সহ অনেক অতিথিবৃন্দ এবং এ এস এফ-এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনায় উপস্থিত সকলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন। পাশাপাশি সারভাইভারদের চাহিদা অনুযায়ি যে সকল ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন তা হলঃ চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সেবা, শিক্ষা সহায়তা, ক্ষমতায়ন, সারভাইভরদের নেটওয়ার্ক শক্তিশালীকরন এবং আইনি সেবা নিশ্চিত করন।

A two-day long ‘Refresher training on Gender project by Australian Government

A two-day long ‘Refresher training on Gender project by Australian Government

A two-day long ‘Refresher training on Gender’ was organized on 8-9 November, 2023. A total of 22 participants attended in this training, including ASF staff, partner NGO Light House staff and acid survivor representatives from Bogura. The training was implemented under the project “Strengthening Acid Survivors Network (ASN) to eliminate Acid and Other Gender-Based Violence”, funded by the Australian Government. The main objectives of the training was to cover the learning topics of the previous “Gender” training such as what is diversity and plurality, to gain sufficient knowledge to understand the gender perspective and acquire the necessary skills to ensure gender equality in their daily life and workplace, to analyze the concept of gender,  etc. and give ideas about sexual exploitation, sexual abuse, sexual harassment in the workplace, what can be done to stop these and to discuss the directives of the Hon’ble High Court to stop sexual harassment in the workplace. The training was very important and informative. The training was conducted by the trainer Dr. Motahar Akand and implemented by ASF.

 

Activities performed in Bogura undergoing the project by DAP

Activities performed in Bogura undergoing the project by DAP

০৮/০৮/২০২৩ থেকে ১০/০৮/২০২৩ তারিখ পর্যন্ত বগুড়া জেলায় Strengthening Acid Survivors’ Network (ASN) to eliminate acid and other forms of gender-based violence”   প্রকল্পের  আওতায় কয়েকটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রম গুলির মধ্যে রয়েছে হেলথ ক্যাম্প,বাজার কাম্পাইন এবং স্কুল ক্যাম্পইন । এসিড সারভাইভারস ফাউন্ডেশন এর একটি টিম (ডাক্তার, লিগ্যাল অফিসার, প্রকল্পের ফোকাল পারসন, ডাটা কালেক্টর ) বগুড়া যায় এবং লাইট হাউজের সহায়তায় ২২ জন সারভাইভারকে  চিকিৎসা সেবা, ৮ জনকে আইনি সেবা ,পাশাপাশি ২২ জন  সারভাইভারের বর্তমান তথ্য গ্রহণ করা হয়। এছাড়া সচেতনতা মূলক কার্যক্রম যেমন- স্কুল ক্যাম্পইন,বাজার ক্যাম্পইন এ অংশগ্রহণ ও অনুষ্ঠান পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানের আলোচনায় এসিড সহিংসতা, বাল্য বিয়ে, যৌন হয়রানি, মাদক,পারিবারিক কলহ এই বিষয় গুলি প্রাধান্য পেয়েছে।  আলোচনার বিষয় বস্তু নিয়ে  অংশগ্রহণকারীদের   জানার আগ্রহ ছিল প্রবল ।  তারা চায় সমাজ পরিবর্তনে এই উক্ত বিষয় নিয়ে যেন লাইট হাউজ এবং এ এস এফ সব সময় কাজ করে। অনুষ্ঠান গুলিতে এ এস এফ প্রতিনিধি এবং লাইট হাউজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।