“নারী ও শিশুর প্রতি জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে’ সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা”
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সবার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। বাস্তবমুখী ভাবনা করতে হবে। নির্যাতনের শিকার যেন কেউ না হয় এবং সেই সাথে নির্যাতনের এই বিষয় নিয়ে যেন কেউ সুযোগ না নেয়। পুরুষতান্ত্রিক সমাজের প্রচলিত ধারনা থেকে বেরিয়ে এসে সবাইকে একসাথে নারী ও শিশুর প্রতি নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে হবে। এছাড়াও তিনি বলেন যে, নারীর প্রতি সমাজের ভুল ধারণা এবং ধর্মীয় অপব্যাখ্যার জায়গাও পরিবর্তন আনতে হবে এবং যেকোন নির্যাতনের ঘটনায় অপরাধীকে অতিদ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। অপরাধী যেন কোন ভাবেই আইনের অধিকার নিয়ে লড়তে না পারে সেই বিষয়টিও নিশ্চিত করতে হবে।
এসিড সারভাইভারস ফাউন্ডেশন এর প্রধান নির্বাহী পরিচালক কিছু সুপারিশ করেন যেগুলো নারী ও শিশু নির্যাতন রোধে সহায়ক ভূমিকা পালন করবে। সুপারিশসমূহের মধ্যে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুরুষ ও ছেলেদের সংযুক্তিকরণ, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার পরিবর্তন, পরিবারসহ সমাজের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কারিকুলামে সেক্স এডুকেশন, নৈতিকতা শিক্ষার প্রচলন উল্লেখযোগ্য।
Put your mental health first priority today because it matters!!
বুধবার প্রত্যয় উন্নয়ন সংস্থার মিলনায়তনে জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার:
Your small contribution may help Rina begum’s early recovery: a rice mill worker burnt by acid
She has been burnt 19% according to the DMCH and her two eyes are fully affected. From face to knee the whole body has been burnt brutally. After the incident she has been admitted to Jessore Medical Hospital and the medical team referred her to DMCH. But due to the financial crisis it was too hard for them to bear the ambulance service and other essentials. After immediately seeing the news at the daily newspaper Acid Survivors Foundation (ASF) came forward to support her. ASF contacted the local law enforcement department and hospital authority and took details of her and immediately connected with her family.
She has 3 daughters and a boy aged 12 years. Her daughters are married and have children too. They will not be able to stay at the hospital with their kids. So, this little boy will now take care of her mother. So, ASF has tried to take care of the boy too. Besides, hospital foods are not enough for the patient. She needs a special diet like eggs, milk, fruits etc. for early and better recovery.
So, your small contribution can save a life. You may help her to purchase food, medicine and may be with small help for her little attendant as well.”