০৮/০৮/২০২৩ থেকে ১০/০৮/২০২৩ তারিখ পর্যন্ত বগুড়া জেলায় “Strengthening Acid Survivors’ Network (ASN) to eliminate acid and other forms of gender-based violence” প্রকল্পের আওতায় কয়েকটি কার্যক্রম অনুষ্ঠিত হয়। কার্যক্রম গুলির মধ্যে রয়েছে হেলথ ক্যাম্প,বাজার কাম্পাইন এবং স্কুল ক্যাম্পইন । এসিড সারভাইভারস ফাউন্ডেশন এর একটি টিম (ডাক্তার, লিগ্যাল অফিসার, প্রকল্পের ফোকাল পারসন, ডাটা কালেক্টর ) বগুড়া যায় এবং লাইট হাউজের সহায়তায় ২২ জন সারভাইভারকে চিকিৎসা সেবা, ৮ জনকে আইনি সেবা ,পাশাপাশি ২২ জন সারভাইভারের বর্তমান তথ্য গ্রহণ করা হয়। এছাড়া সচেতনতা মূলক কার্যক্রম যেমন- স্কুল ক্যাম্পইন,বাজার ক্যাম্পইন এ অংশগ্রহণ ও অনুষ্ঠান পর্যালোচনা করা হয়। অনুষ্ঠানের আলোচনায় এসিড সহিংসতা, বাল্য বিয়ে, যৌন হয়রানি, মাদক,পারিবারিক কলহ এই বিষয় গুলি প্রাধান্য পেয়েছে। আলোচনার বিষয় বস্তু নিয়ে অংশগ্রহণকারীদের জানার আগ্রহ ছিল প্রবল । তারা চায় সমাজ পরিবর্তনে এই উক্ত বিষয় নিয়ে যেন লাইট হাউজ এবং এ এস এফ সব সময় কাজ করে। অনুষ্ঠান গুলিতে এ এস এফ প্রতিনিধি এবং লাইট হাউজ প্রতিনিধি উপস্থিত ছিলেন।