নারী নির্যাতনের বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচীর অংশ হিসেবে এসিড সারভাইভারস ফাউন্ডেশন এই প্রতিপাদ্যে: “সহিংসতা নির্মূলে বিনিয়োগ করিঃ নারীর উপর সহিংসতা প্রতিরোধ করি” ১২ই ডিসেম্বর একটি আলোচনা সভার আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারপারসন, ডাক্তার জুলিয়া আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক, জনাব শাহীন আনাম। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাবরিন মাহমুদা ও অ্যাডভোকেট কামরুন নাহার।
গত ৪ বছরে এএসএফ কিভাবে বিনিয়োগ করেছে, বর্তমান সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ বিনিয়োগের ক্ষেত্রগুলো এএসএফ-এর নির্বাহী পরিচালক সরদার জাহাঙ্গীর হোসেন-এর নেতৃত্বে মিজ তাহমিনা ইসলাম, ডাক্তার ফারজানা বেগম, মুক্তা জাহান বানু, সাবরিন মাহামুদা ও মোঃ সাইফুল ইসলাম উপস্থাপন করেন। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, অ্যাডভোকেট জনাব সেলিনা আহমেদ, আইন ও সালিস কেন্দ্র; শফিকুল আলম করণ, ট্রাস্টি বোর্ড সদস্য; হারুন-অর-রশিদ, নির্বাহী পরিচালন, লাইট হাউজ; সানজিদা আক্তার; নাসিমুন আরা হক, ট্রাস্টি বোর্ড সদস্য; মোঃ রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, বিআরডিএস; নুসরাত জাহান সুইটি, সারভাইভর প্রতিনিধি; রাইসা ইসলাম, সারভাইভারের সন্তান; মোঃ হাসানুজ্জামান, সারভাইভর প্রতিনিধি এবং জাকির হোসেন, নির্বাহী পরিচালক, আরডিও, নাটোর। এছাড়াও কয়েকজন সারভাইভার সহ অনেক অতিথিবৃন্দ এবং এ এস এফ-এর কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনায় উপস্থিত সকলে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বআরোপ করেন। পাশাপাশি সারভাইভারদের চাহিদা অনুযায়ি যে সকল ক্ষেত্রে বিনিয়োগ প্রয়োজন তা হলঃ চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সেবা, শিক্ষা সহায়তা, ক্ষমতায়ন, সারভাইভরদের নেটওয়ার্ক শক্তিশালীকরন এবং আইনি সেবা নিশ্চিত করন।